খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
* সভাপতি সোহাগ, সাঃ সম্পাদক সম্রাট
দ: প্রতিবেদক
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মুন্সি মাহবুব আলম সোহাগ (মোহনা টিভি) ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোজাম্মেল হক হাওলাদার (প্রবাহ) পান ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সাঈয়েদুজ্জামান সম্রাট (পূর্বাঞ্চল) ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আসাদুজ্জামান খান রিয়াজ (খুলনা টাইমস) পেয়েছেন ৩৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে হুমায়ুন কবির (আজকের তথ্য) ৫৯ ভোট ও মহেন্দ্র নাথ সেন (একুশে টিভি) ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। যুগ্ম সম্পাদক পদে নিয়ামুল হক কচি (সময় টিভি) ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে অভিজিৎ পাল (ইনডিপেনডেন্ট টিভি) ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে জয়নাল ফরাজী (দক্ষিণাঞ্চল প্রতিদিন ও দৈনিক নওয়াপাড়া) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে নূর হোসেন জনি (দৈনিক তথ্য) ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের ৩টি পদে আনোয়ারুল ইসলাম কাজল (পূর্বাঞ্চল) ৮৯ ভোট, আল মাহমুদ প্রিন্স (সময়ের খবর) ৬৯ ভোট ও বিমল সাহা (প্রবাহ) ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ১০টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র সাবাদিক ওয়াদুদুর রহমান পান্না ও সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী।
এদিকে কেইউজে’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।