খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ১৭ ফেব্রুয়ারী
দ: প্রতিবেদক
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার কেইউজে’র বিশেষ সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে এ তফসিল ঘোষণা করেন ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন। এসময় সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ জানুয়ারী, মনোয়নপত্র বিলি ১৬ থেকে ২০ জানুয়ারী (প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত), মনোনয়নপত্র জমা ২১ জানুয়ারী (সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা), ২২ জানুয়ারী খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি, শুনানী ও নিষ্পত্তি ২৩ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহার ২৭ জানুয়ারী (সন্ধ্যা ৭টা), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৮ জানুয়ারী, বার্ষিক সাধারণ সভা ১৬ ফেব্র“য়ারী, ভোটগ্রহণ ১৭ ফেব্র“য়ারী। গঠনতন্ত্র মোতাবেক ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।