খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ গতকাল রবিবার সকাল ৯টায় কলেজের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। ক্রীড়া কমিটির আহবায়ক কলেজের সহযোগী অধ্যাপক টিটিভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ক্রীড়া কমিটির সম্পাদক( শিক্ষক পরিষদ) সহযোগী অধ্যাপক রহিমা খাতুন।
প্রভাষক মোঃ সওগাতুল আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন, ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান খান, সহযোগী অধ্যাপক মোঃ সাইফুর রহমান, ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক (শিক্ষক পরিষদ) বিধান চন্দ্র রায়, ক্রীড়া কমিটির সদস্য প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন খান। উদ্বোধন অনুষ্ঠানে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করেন অনার্স ৮ম সেমিষ্টারের শিক্ষার্থী বিল্লাল হাওলাদার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষনার্থীসহ সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।