খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পরিষদের সভা
খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর পরিচালনা পরিষদের এক সভা গতকাল বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংক’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
সভায় বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান সাংবাদিক এসএম ফরিদ রানা, পরিচালকবৃন্দ যথাক্রমে মোঃ সরিফুল ইসলাম, কাজী জিল্লুর রহমান জুয়েল, মোঃ খোরশেদ শেখ, সুরেন্দ্রনাথ মন্ডল, আনিসুর রহমান, আব্দুল মতিন, গোলাম নবী মাসুম ও ব্যাংকের ম্যানেজার মোঃ লিয়াকত বিন এমদাদ। সভায় আগামী ২৩ মে’১৯ বৃহস্পতিবার ১৭ রমজান ব্যাংক’র দোয়া ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বাজেট সভা ও সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।