April 22, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি : মোহাম্মদ আলী সনি সভাপতি, মাহবুব আলম সোহাগ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ আসিফ কবীর

খুলনা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মোহাম্মদ আলী সনিকে (দৈনিক পূর্বাঞ্চল) সভাপতি, মো. মুন্সি মাহবুব আলম সোহাগকে (দৈনিক দেশ সংযোগ) সাধারণ সম্পাদক এবং আসিফ কবীরকে (দৈনিক জন্মভূমি) কোষাধ্যক্ষ করে ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা সংবাদপত্র পরিষদের তলবী সভায় দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফুল হকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটিতে সহ-সভাপতি পদে এসএম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মো. তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর), যুগ্ম-সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), নির্বাহী সদস্য পদে বেগম ফেরদৌসী আলী (ডেইলি ট্রিবিউন), মো. আশরাফুল হক (দৈনিক প্রবাহ), বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু (দৈনিক রাজপথের দাবি), এস এম নজরুল ইসলাম (দৈনিক আজকের তথ্য), মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), এড. ফরিদ আহমেদ (সত্যের সন্ধানে), ড. জাকির হোসেন (কোলাহল)।উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর ধরে খুলনা সংবাদপত্র পরিষদের সম্মেলন না হওয়ায় পরিষদ ঝিমিয়ে পড়ে। ফলে সকল সদস্যের স্বার্থে তলবী সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *