খুলনা শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস গ্রাউন্ড পরিদর্শনে শেষ তাপস
তথ্য বিবরণী
সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল বুধবার খুলনা সার্কিট হাউস মাঠের উত্তর পাশে নির্মাণাধীন শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস গ্রাউন্ড পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।
এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আসন্ন শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস ক্লাব কাপের প্রস্তুতির বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন। এসময় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।