খুলনা শিল্পাঞ্চল শ্রমিক লীগ সভাপতি শেখ আনসার আলীর ইন্তেকাল, আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি : খুলনা শিল্পাঞ্চল শ্রমিক লীগ সভাপতি শেখ আনসার আলী ইন্তেকাল করেছেন (৭৫) (ইন্নালিল্লাহি ………….. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান, নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমকে বৃহস্পতিবার খুলনায় আনা হয়।
শেখ আনসার আলী ফুলতলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আফিল জুট মিলের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সামরিক শাসক, স্বৈরাচার ও খালেদা বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সকল আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে বিভিন্ন সময়ে জেল জুলুম অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছেন। এছাড়া তিনি খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি স্থানীয় দৈনিক জন্মভূমি এবং জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক শ্রম সম্পাদক শেখ ইউনুচ আলী, মুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বাদ এশা উত্তর শিরোমনি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমকে শিরোমনি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শেখ আনসার আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকরাম হোসেন, খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।