খুলনা শিপইয়ার্ড-লবণচরা ৪ লেন সড়ক নির্মাণে নিসচা’র স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরের প্রবেশ সড়ক রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত খুলনা শিপইয়ার্ড ৪ লেন সড়ক নির্মানে দাপ্তরিক জটিলতা নিরাসনের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের মাধ্যমে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আহবায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা মহানগর উপদেষ্টা ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার, এনসিআরবি’র খুলনা জেলা সাধারণ সম্পাদক এমএ কাশেম, জেলা পিপি এ্যাড. শেখ মো: এনামুল কবির, এ্যাড. হাবিবুর রহমান, এ্যাড. শাম্মী আকতার, নিসচা’র মহানগর যুগ্ম আহবায়ক শেখ মনির আহমেদ মুন্না, সদস্য সচিব প্রভাষক এসএম সোহেল ইসহাক, নির্বাহী সদস্য শেখ নাসির উদ্দিন, নাগরিক নেতা মো: আফজাল হোসেন রাজু, আনোয়ারা পারভীন আক্তার পরী, শিরিনা পারভীন, এসকে এম ডি বাহালুল আলম, রোটা: মনিরুল ইসলাম সোহাগ, মো: মাসুদ রানা, মো: নাজমুল হোসেন, মাহমুদা আক্তার লিজা, কাজী রাসেল, মো: ফিরোজা আলী, আবুল হাসান প্রমুখ।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট অবিলম্বে কেডিএ কর্তৃক শিপইয়ার্ড ৪ লেন সড়ক বাস্তবায়ন এবং খুলনা ওয়াসা’র অপরিকল্পিত খোড়াখুড়ি বন্ধ করে ভাঙ্গা সকল সড়ক সংস্কারের বিষয়ে ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানানো হয়।