January 21, 2025
আঞ্চলিক

খুলনা শিপইয়ার্ড চার লেনসহ সড়ক সংস্কারের দাবি নিসচা’র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরের প্রবেশ সড়ক রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত খুলনা শিপইয়ার্ড ৪ লেন সড়ক একনেকে অনুমোদন হওয়ার ৭ বছর পেরিয়ে গেলেও সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ার প্রতিদিন মানুষ ভোগান্তিতে এবং অন্যদিকে খুলনা ওয়াসা নগরীর পানি সরবারহের উন্নয়ন কাজের নামে দীর্ঘদিন নগরীর বিভিন্ন সড়ক খোড়াখুড়ির কারনে চরম ভোগান্তিতে নগরবাসী। এ বিষয় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর আশু হস্তক্ষেপ কামনা এবং শিপইয়ার্ড ৪ লেন সড়ক বাস্তবায়নের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- আহবায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব, যুগ্ম-আহবায়ক এমডি খাইরুল ইসলাম জনি, শেখ মনির আহমেদ মুন্না, মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব প্রভাষক এস এম সোহেল ইসহাক, শেখ মো. নাসিরউদ্দিন, সামছুন নাহার লিপি, আব্দুস সালাম শিমুল, বনানী আফরোজা, আনোয়ারা পারভীন আক্তার পরী, এসএমএ রহিম, মো: শহিদুল ইসলাম, আফজাল দেওয়ান, এ্যাড. মো: মেহেদী ইনছার, ইঞ্জি: মিজানুর রহমান, মো: সোলায়মান হোসেন, শেখ মো: বাহালুল আলম, রোজী ইসলাম নদী, মো: নজরুল ইসলাম, মো: নাজমুল হোসেন, এসএম জাহিদ সিদ্দিকী, মো: আকরাম হোসেন, খান ইমরান আহমেদ, মো: রুহুল আমীন সোহাগ, মো: রেজাউল করিম, মো: রাকিব উদ্দিন ফারাজী, আবুল হাসান, মো: খোরশেদ আলম, মাহমুদা আক্তার লিজা, অধ্যাপক তাসরিনা বেগম, খ ম শাহীন, এমএ মান্নান বাবলু, হারুন অর রশীদ খান, মো: মিশকাতুল ইসলাম, মো: ফিরোজ আলী, মো: মাসুদ রানা, শিরিনা পারভীন, শামসুল কাদের, কাজী রাসেল, ফরিদ খান, জয়নাল ফরাজী, শাখায়াৎ হোসেন স্বপন, শেখ এনছান উল্লাহ রিংকু, মো: হাছিবুর রহমান, কাজী তাসকিন আহমেদ, মো: ইফতেখার হোসেন, আরাফাত হোসেন রাজু, মো: আনিছুর রহমান কবির, শেখ হাসান মাহফুজ প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *