খুলনা রেলস্টেশনের ত্রুটিপূর্ণ প্লাটফরম সংস্কারের দাবি উন্নয়ন পরিষদের
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি)’র কার্যনির্বাহী কমিটির সভা গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক। সভা পরিচালনা করেন মহাসচিব প্রফেসর তাসরিনা বেগম।
সভায় সম্প্রতি খুলনা রেলস্টেশনে দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক প্রফেসর মিজানুর রহমানের মৃত্যুতে শোক জানানো হয়। একই সাথে খুলনা রেল স্টেশনের প্লাটফরম এবং ট্রেনের মধ্যকার অস্বাভাবিক উঁচু নীচু অবস্থা এবং ফাঁক কমিয়ে সমতল করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।
সভায় বক্তৃতা করেন চেয়ারম্যান ইলেক্ট মো. নজরুল ইসলাম, সম্মানিত সদস্য আজিজুল হাসান দুলু, কো: চেয়ারম্যান মো. মাহাবুব আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আব্দুস সালাম শিমুল, শামসুন্নাহার শিমুল, শিকদার আতাউর রহমান রাজু, কনিকা চৌধুরী ফারহানা, এস এম মিশকাতুল ইসলাম, সাব্বির হোসেন, জয়নাল ফরাজী, শিরিনা পারভীন, শারমিন সুলতানা রুনা, কাজী আইনুল মুন, সাখাওয়াত হোসেন স্বপন, কবি শেখ মনিরুজ্জামান, ডা. বাপ্পি দাস, মো. হাসিবুর রহমান ইমন, মো. মাসুদ রানা, আ. জলিল সাগর, ডা. নয়ন পাল প্রমুখ।