খুলনা রেঞ্জে নতুন ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন
দ: প্রতিবেদক
খুলনা রেঞ্জ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিযুক্ত হয়েছেন ঢাকার পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার। একই সাথে বর্তমান রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মদ বিপিএম, পিপিএম-সেবা-কে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পত্রে তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।