খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে উৎপাদন বন্ধ
২৪ ঘণ্টার ধর্মঘট পালন শ্রমিকদের
দ: প্রতিবেদক
পাটখাতে প্রয়োজনী অর্থবরাদ্দ, বকেয়া মজুরী ও বেতন পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ২৪ ঘন্টা মিল ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রম পরিষদের ডাকে ৬ দিনের কর্মসূচীর ৪র্থ দিনে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত খালিশপুর, আটরা ও নওয়াপাড়া রাজঘাট শিল্প এলাকার রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রেখে কর্মসূচী পালন করে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী।
পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী -বেতন পরিশ্ধো, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহর মজুরী প্রতি সপ্তাহে প্রদান সহ ১১ দফা দাবীতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচীর ডাক দেয় রাষ্ট্রায়ত্তপাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। এ কর্মসূচীর ৪র্থ দিনে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় খালিশপুর শিল্প এলাকার ক্রিসেন্ট, প্লাাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইষ্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে স্ব স্ব মিল গেটের সমবেত হয়। সেখানে পৃথক পৃথক মিল গেটে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় শ্রমিকরা খালিশপুর বিআইডিসি রোড়ে অবস্থান নিয়ে দু’পাশের যান চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
এ কর্মসূচী চলাকালে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় দফায় দফায় গেট সভা অনুষ্ঠিত হয়। খালিশপুরস্থ ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার ষ্টার জুট মিল গেটে অনুষ্ঠিত পৃথক শ্রমিক সভায় বক্তৃতা করেন, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ, শ্রমিক নেতা কাওসার আলী মৃধা, মোঃ খলিলুর রহমান, সেলিম আকন, সেলিম শিকদার, মনিরুল ইসলাম শিকদার, মোঃ আবু হানিফ, মোঃ তরিকুল ইসলাম, মিজানুর রহমান ও মিন্টু মিয়া, ষ্টার জুট মিলের সিবিএ’র সভাপতি মোঃ বেলাল মল্লিক, সিবিএ’র সাধারণ সম্পাদক আঃ মান্নান, আবু হানিফ, গাজী জিয়াউর রহমান।
আটরা শিল্পাঞ্চল এলাকার আলীম ও ইর্ষ্টাণ জুট মিলের সমাবেশ আলীম জুট মিলের সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিঠু, সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, মুজিবর রহমান, মকবুল হোসেন, ইষ্টার্ন জুট মিলের মোঃ আলাউদ্দীন, এস এম জাকির হোসেন, তবিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম লিয়াকত হোসেন। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহবান জানান।
দুপুর ১টায় প্øাটিনাম জুবিলী জুট মিলস এমপ্লায়ীজ ইউনিয়নে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন এ বৈঠকে সভাপতিত্ব করেন। আগামী ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় গেট সভা, ১০ ডিসেম্বর সকাল ৮ থেকে অমরন অনশন কর্মসূচী পালন করবে বিজেএমসির রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।
খালিশপু জুটমিলের সিবিএ’র সভাপতি দ্বীন মোহাম্মদ জানান, পাটকলের কর্মকর্তা কর্মচারীরা পে কমিশন পেলেও তাদর এখনও মজুরী কমিশন বাস্তবায়ন করছেনা। একই প্রতিষ্ঠানের চাকুরী করেও তাদের বঞ্চিত করাহচ্ছে। তারা অবিলন্বে মজুরী কশিন সহ সকল দাবী মেনে নিয়ে পাট খাতকে একটি শক্তিশালী খাতে পরিনত করার পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করারও দাবী জানিয়েছেন।