খুলনা-যশোর অঞ্চলের পাটকল সিবিএ সমন্বয় পরিষদ গঠন
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকেলে প্লাটিনাম মিল সিবিএ’র কার্যালয়ে খুলনা যশোর
অঞ্চলের বিজেএমসি নিয়ন্ত্রিত সকল পাটকলের শ্রমিক নেতাদের নিয়ে এক
বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভঅপতিত্ব করেন প্লাটিনাম মিল সিবিএ সভাপতি
শাহানা শারমিন।
সভায় সর্বসম্মতিক্রমে আঃ হামিদ সরদারকে আহবায়ক ও শাহানা শারমিনকে
সদস্য সচিব করে খুলনা-যশোর অঞ্চলের পাটকলের সিবিএ সমন্বয় পরিষদ গঠন করা
হয়। এছাড়া চারজনকে যুগ্ম আহবায়ক ও ১৬ জনকে সদস্য করে এ কমিটি গঠন
করা হয়। কমিটি ঢাকা-চট্টগ্রাম অঞ্চলের নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে
শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে আন্দোলন কর্মসূচী গ্রহণ করবে বলে
সভায় বক্তারা জানান।