খুলনা, মোংলা ও পটুয়াখালিতে ত্রাণ বিতরণ নৌবাহিনীর
আইএসপিআর
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল ছোবলে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর তত্ত্বাবধানে নৌবাহিনীর চারটি ঘাঁটি হতে নির্দিষ্ট এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বানৌজা তিতুমীর খুলনা শহরের সোনাডাঙ্গায় হাফিজনগর বস্তি এলাকায় ২৫০টি অসহায় পরিবারের মাঝে দ্বোরগোড়ায় ত্রাণ সামগ্রী পৌছিয়ে দেয়। অন্যদিকে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া খুলনার লবনচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক জাবুসা ও মাথাভাঙ্গা এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বানৌজা মংলা কর্তৃক মোংলা পৌরসভা এলাকায় ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্নিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, ছোলা ও লবণ। খুলনা অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। এই ত্রাণ সহায়তা দুঃস্থ ও অসহায় মানুষগুলোর মনে আশার সঞ্চার করছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ