খুলনা মেডিকেলে আরও তিনজনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ রবিবার ১৫৪ জনের নমুনা পরীক্ষার পর তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর প্রত্যাশা আবাসিক এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এক সপ্তাহ আগে তিনি ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।
এ নিয়ে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।
এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ এপ্রিল ওই দুজনের নমুনা খুলনায় পাঠানো হয়। আজ তার পরীক্ষা হয়েছে। দুজন সম্পর্কে মা-মেয়ে। মেয়ে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নার্স হিসেবে কর্মরত ছিল। কিছুদিন আগে ঢাকা থেকে তারা বাড়ি আসে। ওই বাড়ির লকডাউন করা হয়েছিল। বাড়ি থেকে চারজনের স্যাম্পল কালেক্ট করা হয়। তাদের মধ্যে দুজনের নমুনা পজিটিভ হয়েছে।
এর আগে দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শনিবার খুমেক হাসপাতালে করোনা সাসপেক্টেড আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আড়ংঘাটা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যাক্তি ও বাগেরহাটের কচুয়া থেকে আসা শিশু’র নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসছে। শনিবার ও রবিবার এখন পর্যন্ত খুমেকের করোনা সাসপেক্টেড আইসোলেশন থেকে মোট ৩৮টি নমুনা পাঠানো হয়েছিল। যার সবকটি নেগেটিভ আসছে ।