খুলনা মেডিকেলে আরও একজনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, আজ সোমবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার ৮৪টি নমুনা থাকলেও কেউ আক্রান্ত হননি। তবে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।