খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের মতবিনিময় সভা বৃহস্পতিবার পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কেএমপি কমিশনার উপস্থিত সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং সভা চলাকালীন শ্যূটিং ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ এবং খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু, সহ-সভাপতি শেখ আবেদ আলী, এম এম এ সালাম এবং মোঃ কামরুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী, এজাজ আহমেদ চৌধুরী, এস এম আখতার উদ্দিন পান্নু এবং কাজী মাসুদুল ইসলাম; নির্বাহী সদস্য সৈয়দ হাফিজুর রহমান, মোঃ গোলাম কাদের, কাজী সাইফুল আহসান রিপন এবং আলী আলাউল হক বাবু।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ