খুলনা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ৩, জেল-জরিমানা
দ: প্রতিবেদক
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছেন। অভিযানের প্যাথেডিন-মরফিন বিক্রয় করায় লাইসেন্স এর শর্ত ভঙ্গ করায় লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আটককৃতরা হচ্ছ মো: মিল্টন (৪৮) ও হৃদয় শেখ (২২)। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গতকাল বৃহস্পতিবার ও বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার নগরীর টিবি বাউন্ডারি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ মতিয়ার রহমানের পুত্র মোঃ মিল্টনকে ইয়াবা সেবন অবস্থায় আটক করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রম্যমান আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুর ইসলামের নেতৃত্বে রূপসা উপজেলায় বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা হারুন শেখের পুত্র হৃদয় শেখকে ৩০ গ্রাম গাজাসহ আটক করেন। এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
এছাড়া গত ৯ জুলাই ড্যাঞ্জারাস ড্রাগস (ডিডি) এর পারমিটধারী আহসান আহমেদ রোডের এলাহী মেডিসিন এর কর্ণধার মুনজুর এলাহি লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে পেথিডিন-মরফিন বিক্রয় করায় লাইসেন্স এর শর্ত ভঙ্গ করার কারণে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ধারা ১৫ এর ১ (ক) উপ-ধারা মোতাবেক শর্ত সাপেক্ষে প্রথম বারের মত ১০ হাজার টাকা জরিমানা করেন এবং এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কোন হাসপাতাল বা ক্লিনিকে যদি লাইসেন্সবিহীন কেউ পেথিডিন-মরফিন বিক্রয় করে তা হলে খবর পাওয়ামাত্র অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।