খুলনা মহিলা পরিষদের নতুন বাজার (ভেড়িবাধ) শাখা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলা শাখার নতুন বাজার (ভেড়ি বাধ) শাখা কমিটি গঠন করা হয়৷ বিকাল ৪টায় এক সভায় ১১ সদস্যের কমিটি ঘোষণা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ দেলোয়ারা বেগম, যুগ্ম আহবায়ক অজন্তা দাস, খাদিজা কবীর তুলী, আলমাস আরা, অর্থ সম্পাদক ইসরাত আরা হীরা, এড. জাহানারা পারভীন। কমিটিতে জেরিন সুলতানাকে আহবায়ক ও শাহানা ইয়াসমিন ও শিক্ষা রানী মন্ডলকে যুগ্ম আহবায়ক করা হয়। এছাড়া সদস্য করা হয় রানী আক্তার, শিউলি খাতুন, সালমা বেগম, হালিমা, কাকলী, রেনু, হামিদা, রিনা প্রমুখ৷