খুলনা মহিলা কলেজের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
দ: প্রতিবেদক
খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি মহিলা কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে রাত ১১টার দিকে পুকুর পাড়ে একজোড়া জুতা দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
বয়রা সদর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূরুল আল রাজু বলেন, আমরা রাত পৌনে ১২টার দিক খবর পাই। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুকুরে তলাশি চালানো হয়। পরে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় খালিশপুর থানায় একটি অপমৃত্যু মামলা (নং-১৩) হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সোহেলের মৃগী রোগ ছিল। পরিবারের সদস্যদের ধারণা, এশার নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে পড়ে যান তিনি।