January 20, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের শোক

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও মহানগর আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী’র মৃত্যুতে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র চাচী ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মামী আনোয়ারা বেগম (৭০) এর মৃত্যুতে, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মাতা আছিয়া খাতুন (৮২) এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ।
পৃথক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উল্লেখিত ব্যক্তিবর্গের মৃত্যুতে খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাদের বিহেদী আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।
বিবৃতিদাতারা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন, সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেলসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *