December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনা মহানগর আ’লীগের নেতৃত্বে তালুকদার খালেক ও বাবুল রানা

দ: প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পুনরায় সভাপতি ও সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, প্রথম পর্ব চলাকালে নেতৃত্ব প্রত্যাশীদের লিখিত আবেদনপত্র আহবান করা হয়েছিল। এতে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে তালুকদার আব্দুল খালেক এর নাম আসায় পুনরায় তাকে খুলনা মহানগর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আর সাধারণ সম্পাদক পদে অনেক প্রার্থীর মধ্য থেকে সাবেক ছাত্র ও যুবলীগ নেতা, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এমডিএ বাবুল রানাকে নির্বাচিত করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *