খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের-এর পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বøাড ব্যাংক এবং খুলনা ফুড ব্যাংক-এর পক্ষ থেকে গতকাল শুক্রবার সকাল ১০টায় সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ চত্বরে ১২০টি হতদরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবক মাঈন উদ্দিন-এর অর্থায়নে ঈদ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বøাড ব্যাংক-এর সভাপতি সালেহ উদ্দিন সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৌরভ গাইন ও অন্যতম সদস্য আসাদ শেখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, গাজী মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, খুলনা বøাড ব্যাংক-এর সদস্য প্রধান শিক্ষক জিয়াউর রহমান স্বাধীন, ফারদীন ইসলাম অনিক, সুয়েতা মিম, কুমার অভি, মোঃ সাইফুল ইসলাম বাবু, ডাবলুভাই (লন্ডন প্রবাসী), কমলেশ বাছাড়, সুরভী লায়জু, আশরাফুল আলম, রহিমা শিমু, ইসরাত আরা, সাইফুল ইসলাম (দাদুভাই), শাহানুল, রানা, সাফায়েত, তুহিন, রাজু আহমেদ, স্বাধীন জীবন, মুনছুর, সায়মা বর্ষা, নাদিয়া, ঋতু (সোনামুখ পরিবার), দিদারুল, শরিফুল, তন্ময়, মিরাজ প্রমুখ।