খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
আবাসন সংকটের সমাধান, বেতন ফিস কমানো, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উৎকর্ষ সাধন, অগ্রাধিকারভিত্তিতে অবকাঠামো নির্মাণ, ছাত্র বিষয়ক যেকোন সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তকরণ ও অবহিতকরণের দাবিতে আন্দোলনরত ২ ছাত্রকে বহিস্কারের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় শিববাড়ী মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বানে খুলনা’র সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট নাগরিক নেতা ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধন মণ্ডলের পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ওয়ার্কার্স পার্টি, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, মোস্তফা খালিদ খসরু, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শাহীন জামাল পন, অধ্যাঃ আহসান হাবিব, মাহবুবুর রহমান মোহন, নূসরাত জাহান, সনজিত মণ্ডল, সৌমিত্র সৌরভ, আল আমিন শেখ, পলাশ পাল, সুমাইয়া রহমান, মোঃ সোলায়মান, ফরহাদ হাসান, আসিফ আকাশ।
এছাড়াও সংহতি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, খুলনা ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ, খুলনা রাইটার্স ক্লাব, কবিতালাপ, কাকতাড়ুয়া সাহিত্য পত্রিকাসহ বিভিন্ন সংগঠন। আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এশা, মামুন, সোনা মিয়া, হাসান আল সাহাব, মোজাহিদ, ইয়াসিন, আশিক, নিখিলেশ, শর্মিষ্ঠা, অরুণ আবীর, বারিদা, সূর্য, মাহাবিব, পল্লব, চন্দন, মাসুদ, রনি, কানিজ ফাতেমা, ওমর ফারুক প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ