খুলনা বিভাগে দু’দিনে করোনায় আরও ২৫ জনের প্রাণহানি
দ. প্রতিবেদক
খুলনা বিভাগে গত দুই দিনে করোনাভাইরাসে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬০৭ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের মোট ১২ জনের মৃত্যু হয়। এর মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। তিনজন মারা গেছেন ঝিনাইদহে, দুইজন করে মৃত্যু হয়েছে যশোরে, খুলনা-চুয়াডাঙ্গা-মেহেরপুরে একজন করে মারা গেছেন।
এছাড়া শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগে মোট ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় চারজন, যশোরে দু’জন, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৬ হাজার ২৩৩ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫২৩ জন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়