খুলনা বিভাগে করোনা আক্রান্ত ২২ জন শনাক্ত, সুস্থ ৪, মৃত্যু একজনের
দ. প্রতিবেদক : খুলনা বিভাগে এখন পর্যন্ত ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং খুলনায় একজন মৃত্যুবরণ করেছেন। যার ফলে বিভাগে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭।
আজ বুধবার সকালে দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশিদা খাতুন।
তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে যশোরে ৪ জন, নড়াইলে ৪ চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন এবং মাগুরায় ১ জনসহ মোট ১৩ জনের রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।
তিনি আরও জানান, খুলনা বিভাগে আক্রান্তদের
মধ্যে ইতিপূর্বে শনাক্ত হওয়া চুয়াডাঙ্গায়, যশোরের মনিরামপুর, নড়াইলের লোহাগড়া ও বাগেরহাটের চিতলমারীতে আক্রান্ত হওয়া ব্যক্তিরা সুস্থ হয়ে উঠেছেন। পর পর দুইটি পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে খুলনার রূপসা উপজেলার রাজাপুরে একজন মারা গেছেন।
এছাড়া খুলনায় আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকার আক্রান্ত হওয়া ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রথম বার পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ আবারও তাদের নমুনা পরীক্ষার পর নেগেটিভ আসলে করোনা মুক্ত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ১০৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের শরীরে করোনা পাওয়া গেছে।আইইডিসিআরে পরীক্ষার চুয়াডাঙ্গার একজন শনাক্ত হন। আর বাকি ১৩ জন যবিপ্রবির পরীক্ষায় শনাক্ত হয়েছেন।