খুলনা বিভাগে এই প্রথম মায়ের ব্যাংক
ঝিনাইদহ প্রতিনিধি
মা ও শিশু মৃত্যুর ঝুকি কমাতে গর্ভকালীন মা’দের হাতে একটি করে প¬াস্টিকের ব্যাংক তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ গর্ভকালীন মা’দের হাতে একটি করে প¬াস্টিকের ব্যাংক তুলে দেন।খুলনা বিভাগে এই প্রথম উদ্দোগ নিলেন। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ। গর্ভকালীন মা’দের অর্থনৈতিক ভাবে বিপদ কালীন সময় অর্থ প্রয়োজন হয়।তাই ভেবেই তিনি এ উদ্দোগ নিলেন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ জানায়, আমাদের দেশের মানুষ দরিদ্র। একজন মা গর্ভবতী হলে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হয় অর্থের। অনেকের অভাব অনটনের সংসারে গর্ভকালীন সময়ে হটাৎ অর্থের দরকার হলে সংসারে সে অর্থ নাও থাকতে পারে। মা ও তার আগত শিশুর জীবনের ঝুকি বেড়ে যেতে পারে, তখন তাকে নিয়ে যেতে হয় সরকারি অথবা বে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে। গ্রাম শহরের গরীব মায়েদের অর্থের অভাবে বাড়ীতেই ডেলিভারি করানোর চেষ্টা চালান হয়। সেই চেষ্টা কখন সফল হয়, আবার কখনও বিপদ ডেকে নিয়ে আসে। সেক্ষেত্রে যদি প্রতিটা মা গর্ভবতী হওয়ার সাথে আমাদের দেওয়া এই ব্যাংকে অর্থ সঞ্চয় করে রাখে তাহলে ঐ সময়ে এই জমান অর্থ সে ও নবজাত সন্তানের জন্য অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করবে। তাতে তাদের জীবনের ঝুকি কমবে বলে জানায়।