খুলনা বিভাগের সকল জেলায় করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি সিপিবি’র
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা বিভাগীয় কমিটির এক সভায় খুলনা বিভাগের যে সকল জেলায় করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র নাই, সেই সকল জেলাতে অবিলম্বে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার অনলাইনে এক সভায় এই দাবি করা হয়েছে। সভা পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়ক এস এ রশীদ।
আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণা চৌধুরী, কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, যশোর জেলা কমিটি সভাপতি এ্যাড. আবুল হোসেন, খুলনা জেলা কমিটি সাধারণ সম্পাদক এ্যাড এম এম রুহুল আমিন, কুষ্টিয়া জেলা কমিটি সাধারণ সম্পাদক ম. হেলাল উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা কমিটি সভাপতি লুৎফর রহমান, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, ঝিনাইদহ জেলা কমিটি সাধারণ সম্পাদক স্বপন বাগচি, মাগুরা জেলা কমিটি সভাপতি বীরেন রায়, বাগেরহাট জেলা কমিটি সভাপতি এ্যাড তুষার বসু, নড়াইল জেলা কমিটি সভাপতি বি এম বরকত উল্লাহ, বাগেরহাটের জেলা কমিটি সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নড়াইল জেলা কমিটি সাধারণ সম্পাদক অঞ্জন রায়, মাগুরা জেলা কমিটি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর জেলা কমিটি সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু,সাতক্ষীরা জেলা কমিটি সভাপতি আবুল হোসেন।
সভায় বিভাগের সার্বিক করোনা পরিস্থিতি ও আমাদের করণীয়, বিভাগের সকল জেলায় করোনা পরীক্ষা ল্যাব স্থাপন দাবি, বিভাগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা অবিলম্বে সকল জেলার করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র স্থাপন, খোদ কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান ক্রয়,সরকারি ভাবে লকডাউন আরো কড়াকড়ি ভাবে বাস্তবায়ন এবং পার্টির নেতাকর্মীদের গণমানুষের পাশে থেকে সহায়তার আহবান জানান হয়।