খুলনা বিএসটিআই এর অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায়
তথ্য বিবরণী
মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনা গত ডিসেম্বর মাসে বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলায় চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপ অধ্যাদেশ লংঘনের দায়ে বিভিন্ন বেকারি, চানাচুর ফ্যাক্টরি, ফলের দোকান, ডিপার্টমেন্ট স্টোর, পানির ফ্যাক্টরি ও পেট্রোল পাম্প মালিকের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করে এবং মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করে। এছাড়া ডিসেম্বর মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান থেকে আপেল, আঙ্গুর, মাল্টা এবং কমলার ১১টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত আছে।