খুলনা বিএমএ’র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’ খুলনা জেলা শাখার আজীবন সদস্য জুনিয়র কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চেম্বারে কর্তব্যরত অবস্থায় হামলার স্বীকার হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ কর্মস্থলের দাবীতে খুলনা বিএমএ’র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা ১২টায় শহীদ ডা. মিলন চত্ত¡র খুলনায় অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজাদ, কার্যকরী পরিষদ সদস্য ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. সুদীপ পাল, ডা. গৌতম কুমার রায়, ডা. মোঃ রাশেদুল ইসলাম, গাজী মেডিকেল কলেজ এর ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আশিকুর রহমান, খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম রবিন।