খুলনা বিএনপির হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত
প্রস্তুতি সভায় সাবেক সাংসদ মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। এমন পরিস্থিতিতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া চরম নিষ্ঠুরতা। প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণতা, দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে বেগম খালেদা জিয়াকে অতি দ্রæত উন্নত চিকিৎসা নেয়ার জন্য বিদেশে নেয়ার জন্য অনুমতি দিন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কেন্দ্র ঘোষিত ৩০ নভেম্বর মঙ্গলবার খুলনা বিভাগীয় সদরে সমাবেশ সফলের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু খুলনা বিএনপির হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন। তিনি সরকারকে রাজনীতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি না করে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য সহযোগিতার আহŸান জানান। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
সভা থেকে ২২ তারিখের সমাবেশে বেআইনি হামলা, সিনিয়র নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক, মহিলাকর্মীকে বেপরোয়া লাঠিপেটা করে আহত করায় এবং বিএনপি নেতা জামিল, সোহাগ, হেদায়েতসহ ৭ জনকে গ্রেফতার ও মিথ্যা মামলা দায়ের তীব্র নিন্দা জানানোসহ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, আমির এজাজ খান, মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, শেখ মোশাররফ হোসেন মফিজ, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, মুর্শিদুর রহমান লিটন, নিজাম উর রহমান লালু, সাজ্জাদ হোসেন পরাগ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, খন্দকার ফারুক হোসেন, আবু সাঈদ শেখ, জহর মীর, এনামুল কবির ডায়মন্ড, হাফিজুর রহমান মনি, আবুল কালাম শিকদার, বদরুল আনাম, ইসাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, ইমতিয়াজ আলম বাবু, মোস্তফা কামাল, আসলাম হোসেন, আশরাফ হোসেন, জাকির হোসেন, জাহিদ কামাল টিটো, বাচ্চু মীর, আব্দুস সালাম, নাসির খান, আ. আলিম, কাজী শাহনেওয়াজ নিরু, তৌহিদুর রহমান খোকন, সিরাজুল ইসলাম লিটন, কাজী মাহমুদ আলী, কাজী একরাম মিন্টু, শাহনাজ পারভীন, কাজী ফজলুল কবির টিটো, সাইমুন ইসলাম রাজ্জাক, শেখ হেমায়েত হোসেন, শামসুল বারি পান্না, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন, লিটু পাটোয়ারি, মনিরুজ্জামান লেলিন, বাবুল মুন্সি, ফকির সাইফুল ইসলাম, নুর ইসলাম লিটন, আশরাফ ঢালী, সেলিম বড়মিয়া, ডা. হালিম মোড়ল, শাহারুজ্জামান মুকুল, রাজু মোল্লা, তরিকুল ইসলাম, এড. মারুফ হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।