খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে কেডিএ’র চেয়ারম্যানের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু ও শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহবুবুর রহমান মুন্না, সদস্য মুহাম্মদ আবু তৈয়ব ও শেখ আব্দুল্লাহ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (প্রশাসন ও ব্যবস্থাপনা) ডাঃ মোঃ শাহনুর আলম, অথরাইজড অফিসার মজিবুর রহমান, উপ-পরিচালক, পিআরও মোঃ মামুনুল আবেদীন, পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, কো-অর্ডিনেটর অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, মো: আমিরুল ইসলাম ও সোহেল মাহমুদ, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, এস এম কামাল হোসেন, রকিব উদ্দিন পান্নুু, আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, আবু নুরাইন খোন্দকার, শেখ শামসুদ্দীন দোহা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ লিয়াকত হোসেন, শেখ মো: সেলিম ও শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মো. জাকারিয়া হোসেন তুষার, হাসান আল মামুন, শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, মোঃ কলিন হোসেন আরজু, মোঃ রফিক আলীসহ অন্যান্য সাংবাদিববৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ