খুলনা প্রেস ক্লাবে প্রীতি ক্রিকেট ম্যাচে পূর্বাঞ্চলের জয়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে দৈনিক পূর্বাঞ্চলের সাথে খুলনা প্রেসক্লাবের এক প্রীতি ক্রিকেট ম্যাচ আজ বুধবার সকাল ০৮টায় খুলনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ১৬ ওভারের ম্যাচে ৬ উইকেটে জয় পায় দৈনিক পূর্বাঞ্চল টিম। টসে হেরে বাটিং করেতে নেমে খুলনা প্রেসক্লাব নির্ধারিত ওভার শেষে ১১১ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ১৪ তম ওভারে দৈনিক পূর্বাঞ্চল টিম ৪টি উইকেট হারিয়ে জয় তুলে নেয়। খেলায় দুটি উইকেট এবং অনবদ্য ৩১ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ হন দৈনিক পূর্বাঞ্চলের তন্ময়।
খেলা শেষে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সদস্য মোঃ শাহ আলম, ওহায়েদ-উজ-জামান বুলু, শেখ তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।