খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন আজ
দ: প্রতিবেদক
খুলনা প্রেস ক্লাবের বার্র্ষিক নির্বাচন আজ রবিবার। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারই প্রথম দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার ও দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক ও সমকালের ব্যুরো প্রধান মামুন রেজা। সহ-সভাপতি (ঢাকা) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আনিসুজ্জামান ও শেখ ইলিয়াস আহমেদ, যুগ্ম সম্পাদক (ঢাকা) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন হেদায়েৎ হোসেন মোল্লা ও এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক (ঢাকা) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মাহবুবুর রহমান মুন্না ও ড্যানিয়েল সুজিত বোস, সহকারী সম্পাদক (স্থানীয়) দুটি পদে আহমদ মুসা রঞ্জু, বিমল সাহা ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য (স্থানীয়) ৩টি পদে হাসান আহমেদ মোল্লা, আনিসউদ্দিন, সাঈয়েদুজ্জামান সম্রাট, মোজাম্মেল হক হাওলাদার ও নুরুল হাসান লিটু, সদস্য (ঢাকা) ৩টি পদে রাশিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, রকিব উদ্দিন পান্নু ও সুনীল কুমার দাস।
এছাড়াও বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি (সম্পাদক) হাবিবুর রহমান (দৈনিক তথ্য), সহ-সভাপতি (স্থানীয়) আলতাফ হোসেন (দৈনিক পূর্বাঞ্চল), সদস্য (সম্পাদক) তরিকুল ইসলাম (সময়ের খবর), এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও মোহাম্মদ আলী (দৈনিক পূর্বাঞ্চল)।