খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা গতকালু বৃহস্পতিবার ক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম হাবিব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী। সভায় কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল ক্লাবের ২০১৯ সালের বাজেট পেশ করেন এবং তা’ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাব পরিচালনার সুবিধার্থে বিভিন্ন উপ-পরিষদ গঠন করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অমিয় কান্তি পাল, সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, এম এ জলিল ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আনিসুজ্জামান, এস এম সাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, সোহরাব হোসেন, এস এম ফরিদ রানা, সোহেল মাহমুদ, মোস্তফা জামাল পপলু, কৌশিক দে উপস্থিত ছিলেন।