খুলনা প্রেস ক্লাবের উন্নয়নে জেলা পরিষদ সদস্যের অনুদান
খুলনা প্রেস ক্লাবের উন্নয়নের লক্ষ্যে চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য, ১৫ নং ওয়ার্ড, জেলা পরিষদ,খুলনা এর অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে অনুদান প্রদান করা হয়েছে। তিনি গতকাল সোমবার সকালে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলীর কাছে এই অনুদানের সম্মতিপ্রত্র প্রদান করেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, মাহবুবুর রহমান মুন্না ও এম এ জলিল, নির্বাহী সদস্য মোঃ আনিসুজ্জামান, মোহাম্মদ আলী সনি, এস এম ফরিদ রানা ও কৌশিক দে, সদস্য বাপ্পি খান প্রমুখ।