খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী গতকাল মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। ভোর রাতে নিজের বাসায় থাকাকালে হার্ট অ্যাটাক করেন আবু বকর চৌধুরী। এ সময় নিকটতম একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাংবাদিক আবু বকর চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।