খুলনা প্রেসক্লাব কেরাম (একক) প্রতিযোগিতা শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনা প্রেসক্লাব কেরাম (একক) প্রতিযোগিতা-’২০ বুধবার ক্লাবের নিজস্ব ভবনে শুরু হয়েছে। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
খুলানা প্রেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আহমদ মুসা রঞ্জু, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, হাসান আহমেদ মোল্লা ও মোঃ রাশিদুল ইসলাম, ক্লাব সদস্য হেদায়েৎ হোসেন মোল্লা, আলমগীর হান্নান, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, ইউজার সদস্য আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় রফিউল ইসলাম টুটুল ২-০ সেটে মারুফ মিনাকে পরাজিত করেন। এছাড়া অপর ৩টি খেলায় প্রতিদ্বন্দ্বি অনুপস্থিত থাকায় আলমগীর হান্নান ও হেদায়েৎ হোসেন মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং মামুন রেজা ওয়াকওভার দেয়ায় কামরুল হোসেন মনিকে বিজয়ী ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দিনের প্রথম খেলা সকাল ১০ টায় হাসান আহমেদ মোল্লা বনাম আহমদ মুসা রঞ্জু, দ্বিতীয় খেলা দুপুর ১২টায় কামরুল হোসেন মনি বনাম রফিউল ইসলাম টুটুল, তৃতীয় খেলা দুপুর ২টায় আল মাহমুদ প্রিন্স বনাম বাপ্পী খান, চতুর্থ খেলা বিকাল ৪টায় আলমগীর হান্নান বনাম দিনের তৃতীয় খেলার বিজয়ী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ