খুলনা প্রেসক্লাব কেরাম (একক) প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘খুলনা
প্রেসক্লাব কেরাম (একক) প্রতিযোগিতা-২০১৯’ এর গতকাল মঙ্গলবারের
খেলায় রফিউল ইসলাম টুটুল, আশরাফুল ইসলাম নূর ও আহম্মদ মুসা রঞ্জু নিজ
নিজ খেলায় জয়লাভ করেছেন।
দিনের প্রথম খেলায় রফিউল ইসলাম টুটুল ২-০ সেটে সোহাগ দেওয়ানকে,
দ্বিতীয় খেলায় আশরাফুল ইসলাম নূর ২-০ সেটে মোঃ জাহিদুল ইসলামকে এবং
তৃতীয় খেলায় আহম্মদ মুসা রঞ্জু ২-০ সেটে এম এ হাসানকে পরাজিত করেন।
আজ বুধবারের খেলায় সকাল ১১টায় এস এম ফরিদ রানা বনাম আশরাফুল ইসলাম
নূর, দুপুর ১টায় আল মাহমুদ প্রিন্স বনাম রফিউল ইসলাম টুটুল এবং বিকাল
৩টায় নূর ইসলাম রকি বনাম প্রশান্ত বাছাড় একে অপরের প্রতিদ্ব›িদ্বতা
করবেন।