খুলনা প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক খন্দকার ইয়াসির আরেফীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ নগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর ও জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মনিরুল হুদা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, আহমদ আলী খান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মলিক সুধাংশু ও হাসান আহমেদ মোলা, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির প্রকাশক ও সম্পাদক আসিফ কবীর প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হুমায়ুন কবীর ও বীর মুক্তিযোদ্ধা মোলা মুজিবর রহমান প্রমুখ।
সভায় খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এএইচএম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, শেখ মাহমুদ হাসান সোহেল ও মোঃ আব্দুল হালিমসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষে দুপুর ১২টায় একই স্থানে শুধুমাত্র ক্লাবের স্থায়ী সদস্যদের অংশগ্রহণে বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। বিজনেস সেশনে নির্ধারিত আলোচ্য সূচি অনুযায়ী সাধারণ সম্পাদক মামুন রেজা গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ও তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন বার্ষিক অডিট রিপোর্ট পেশ করলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।