খুলনা প্রেসক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের স্মরণে গতকাল শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও আহমদ আলী খান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অমিয় কান্তি পাল, সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও শেখ মাহমুদ হাসান সোহেল, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা ও এস এম ফরিদ রানা, ক্লাব সদস্য এনামুল হক, মুহাম্মদ আবু তৈয়ব, এইচ এম আলাউদ্দিন, আলমগীর হান্নান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, এম এ হাসান, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, বাপ্পী খান, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, আব্দুল মালেক, এস এম নূর হাসান জনি, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, শেখ লিয়াকত হোসেন, বাবুল আকতারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে স্মরণ সভার শুরুতে মরহুম সাংবাদিক জাকির হোসেনের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া স্মরণসভায় প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফেরার কমনা করে দোয়া করা হয়।