খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হলেন এসএম কামাল
দ: প্রতিবেদক
খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন-২০২০ এর যুগ্ম-সম্পাদক পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান এস এম কামাল হোসেন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী বাংলা ট্রিবিউনের মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা পান ৫১ ভোট।
এর আগে গত ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট (সমতা) পাওয়ায় এই পদে খুলনা প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ধারা ১৫(ঝ) মোতাবেক শনিবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
খুলনার আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন এবং আঞ্চলিক তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।