December 21, 2024
আঞ্চলিক

খুলনা প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০১৯’ এর খেলা গতকাল শুক্রবার সকাল ৮টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। আরিশা ট্রেড ইন্টারন্যাশানাল-এর সহযোগিতায় এবং খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রেসক্লাবের সদস্যরা সবুজ দল ও লাল দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। খেলায় সবুজ দল ২-১ গোলে লাল দলকে পরাজিত করে। সবুজ দলের হয়ে ২টি গোল করেন মো. আনিসউদ্দিন। অপর দিকে লাল দলের একমাত্র গোলটি করেন এম এ হাসান। খেলায় রেফারী ছিলেন মনির শেখ।

লাল দলের হয়ে খেলায় অংশগ্রহণ করেন, ক্লাবের সভাপতি এস এম হাবিব, সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বহী সদস্য মোঃ আনিসুজ্জামান, সোহরাব হোসেন ও কৌশিক দে, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, এনামুল হক, মুহাম্মদ আবু তৈয়ব, হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, মোঃ জাহিদুল ইসলাম, এম এ হাসান ও বাপ্পী খান, আবুল হাসান হিমালয়, শেখ শামসুদ্দীন দোহা।

সবুজ দলের হয়ে খেলায় অংশগ্রহণ করেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সহকারী সম্পাদক এম এ জলিল ও শেখ মাহমুদ হাসান সোহেল, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আলী সনি, ক্লাব সদস্য নুরুল হাসান লিটু, মিজানুর রহমান মিলটন, দেবব্রত রায়, হারুন-অর-রশিদ, বাপ্পী খান, মোঃ আসিনউদ্দিন, মাছুম বিল্লাহ, প্রশান্ত বাছাড়, আহমদ মুসা রঞ্জু, মোহাম্মদ মিলন, মাকসুদুর রহমান মাকসুদ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *