খুলনা প্রেসক্লাবের প্রকাশনা উৎসব আজ
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হীরকজয়ন্তী স্মরণিকা ‘প্রত্যয়-১৯’ এর প্রকাশনা উৎসব আজ রবিবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব।
উক্ত প্রকাশনা উৎসবে খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।