খুলনা প্রেসক্লাবের পিঠা উৎসব শুরু আজ
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে খুলনা প্রেসক্লাবের আয়োজনে আজ শুক্রবার শুরু হতে যাচ্ছে পিঠা উৎসব-২০২০। বেলা ১১টায় ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করবেন সালাম গ্রæপের চেয়ারম্যান এম এম এ সালাম। শুক্রবার উৎসব শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেশ কয়েকটি স্টল উৎসবে অংশ নিচ্ছে। থাকছে নানা নাম ও স্বাদের বাহারি পিঠা। আগতরা এসব স্টল থেকে পিঠা কিতে খেতে পারবেন।