খুলনা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী খুলনা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল গতকাল রোববার ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ইফতার মাহফিলে শরীক হন। ইফতার মাহফিল পূর্ব সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী স্বাগত বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
ইফতার মাহফিলে খুলনা প্রেসক্লাবের মৃত্যুবরণকারী সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও খুলনা টাউন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার সরদার মহবুবার রহমান, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, বিভাগীয় এন এস আই’র জয়েন্ট ডাইরেক্টর মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনিচুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু ও আমির এজাজ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, এ্যাডভোকেট এনায়েত আলী, অধ্যক্ষ জাফর ইমাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল আহাদ, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সৈয়দ আলী, জাহানাবাদ সী ফুডস্ লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর এ জব্বার মোল্লা, বাংলাদেশ মানাবাধিকার কমিশন খুলনা মহানগরের সভাপতি শরীফ মোঃ ফজলুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, খুলান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, খুলনা শিশু হাসপাতালের তত্ত¡বধায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান, খুলনা মাহনগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলাম, সাইথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম ইকবাল হোসেন, বাংলাদেশ ফ্রজেন ফুডস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোঃ আব্দুল বাকি, বেসিক ব্যাংক খুলনা শাখার ডিজিএম দেবাশিষ কর্মকার, ইসলামী ব্যংক খুলনা এসভিপি ও জোন প্রধান মোঃ মাকসুদুর রহমান, খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু, খুলনা সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শমশের আলী মিন্টু, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সংরক্ষিত আসন-১০ এর কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান, খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি: রুহুল আমীন হাওলাদার, খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পদাক প্রশান্ত কুন্ডু, কাইফেং চাইনিজ রেস্তোরার স্বত্তাধিকারী এস এম আক্তার উদ্দিন পান্নু, খুলনা মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেলসহ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।