খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা গতকাল সোমবার ক্লাবের সাংবাদিক হারুন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় কোষাধ্যক্ষ মোঃ সোহেল মাহমুদ ক্লাবের ২০২০ সালের বাজেট পেশ করেন এবং তা’ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাব পরিচালনার সুবিধার্থে বিভিন্ন উপ-পরিষদ গঠন, ‘খুলনা প্রেসক্লাব, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা পদক’ এর জন্য ট্রাস্টি বোর্ড গঠন, দেশের মধ্যে বার্ষিক শিক্ষা সফর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান, সহ-সভাপতি মোল্লা আলতাফ হোসেন ও মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, আহমদ মুসা রঞ্জু ও বিমল সাহা, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ, এস এম সাহিদ হোসেন, মোঃ তরিকুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, রকিব উদ্দিন পান্নু, মোঃ রাশিদুল ইসলাম, হাসান আহমেদ মোল্লা, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট ও মোঃ আসিনউদ্দিন উপস্থিত ছিলেন।