খুলনা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শীতার্তদের মাঝে গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
খুলনা প্রেসক্লাব আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। এ সময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, এ কে হিরু, শেখ আবু হাসান, এস এম হাবিব ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, নির্বাহী সদস্য এস এম সাহিদ হোসেন, রকিব উদ্দিন পান্নু, হাসান আহমেদ মোল্লা, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, ক্লাব সদস্য অরুন সাহা, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, মোঃ আব্দুল হালিম, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ মাহমুদ হাসান সোহেল, বাপ্পী খান, কৌশিক দে, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, ওয়াহেদ-উজ-জামান বুল, আব্দুল মালেক, অরুণ কুমার মন্ডল, শেখ হারুন-অর-রশিদ, সাঈদা আক্তার রিনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।