খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পে একদিনের মুরগীর বাচ্চা, মাংস ও ডিমের মূল্য কম। বিকশিত ডেয়ারী শিল্পে গরুর মাংস আমদানির সরকারি সিদ্ধান্ত ও তরল দুধের বাজার মূল্য অস্বাভাবিক কম। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী মৎস্য শিল্পের রপ্তানিকৃত চিংড়ি ও সাদা মাছের মূল্য কমায় চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্পগুলোর সাথে জড়িত চাষী-খামারী ও ব্যবসায়ীরা। চলমান এই অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেনÑবিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, মহাসচিব এস এম সোহরাব হোসেন, মোঃ ইকবাল, সৈয়দ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, শেখ রেজানুল ইসলাম, মোঃ জাফর, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ আলমগীর খান, মোঃ তরিকুল ইসলাম, আলহাজ্ব মামুনুর রহমান, আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, তালুকদার মোঃ হেলালুজ্জামান, জাহিদুল ইসলাম আজাদ মুন্না, এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, শেখ আব্দুল হালিম, শামসুর রহমান বাবুল, মোজাম্মেল হক, হারুন অর রশীদ, শাহ জাফর মাহমুদ মেহেতা, শেখ আইনুল হক, মোঃ সালাহ উদ্দিন, মোঃ ইনছান আলী, শ্যামল বিশ্বাস, মাহবুবুর রহমান মিঠু, সিরাজুল ইসলাম চৌধুরী, অফিস সহকারী এস এম সোহানুর রহমান শাওন প্রমুখ।