December 23, 2024
আঞ্চলিক

খুলনা পাবলিক কলেজের ছাত্র রাজিনের মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি
গতকাল বিকেল চারটায় বয়রাস্থ পাল পাড়া রোডে নিজস্ব বাসভবনে খুলনা পাবলিক কলেজের মেধাবী ছাত্র শেখ ফাহমিদ তানভীর রাজিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এস এম রইজ উদ্দিন আহম্মদ, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড মোঃ আনিসুর রহমান পপলু, রূপালী ব্যাংক দৌলতপুর কর্পোরেট শাখার এ জি এম সেলিনা আক্তার জাহান, বিভাগীয় গণগ্রন্থগার খুলনার উপ-পরিচালক ড. মোঃ আহছান উল্যাহ, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির মহা-পরিচালক এ.এইচ. এফ জামাল উদ্দীন, মানবাধিকার কর্মী এ্যাড. শেখ ওলিউল ইসলাম ও শহীদ রাজিনের শিক্ষক-শিক্ষিকা, সহ-পাঠী বন্ধুরা, আত্মীয়-স্বজন, শুভাকাংখী ও স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে শহীদ রাজিনের স্মৃতি ধরে রাখার জন্য ‘শহীদ রাজিন স্মৃতি সংসদ’ গঠন করা হয়। সভার পক্ষ থেকে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশারফ হোসেনকে আহবায়ক, এ এইচ এম জামাল উদ্দীনকে সদস্য সচিব এবং কিনুরাম মন্ডল ও এ্যাড. শেখ ওলিউল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, গত বছর ২০ জানুয়ারী খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইভটিজিং এর প্রতিবাদ করায় একদল বখাটে চক্র নির্মম ভাবে ছুরিকাঘাত করে রাজিনকে হত্যা করে। সভার পক্ষ থেকে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *